National

ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক গুলিবর্ষণ, শহিদ ৪ বিএসএফ জওয়ান

Published by
News Desk

২০১৩ সালের সংঘর্ষ বিরতি চুক্তি মেনে চলা নিয়ে হালেই কথা হয়েছিল ভারত ও পাকিস্তানের সেনা আধিকারিকদের মধ্যে। মেনেও নিয়েছিল দু’পক্ষ। কিন্তু বৈঠকের সিদ্ধান্ত যে বাস্তবে তোয়াক্কাই করেনা পাকসেনা, তা তারপর বারবার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় গুলি ও মর্টার বর্ষণ করে বুঝিয়ে দিয়েছে পাক রেঞ্জার্সরা।

গত মঙ্গলবার রাতেও জম্মু কাশ্মীরের সাম্বা জেলার চাম্বলিয়াল সেক্টরের রামগড়ে আন্তর্জাতিক সীমানায় প্রবল গুলি বর্ষণ শুরু করে পাকিস্তান। পাকিস্তানের দিক থেকে ছুটে আসা গুলিতে মৃত্যু হয় ৪ বিএসএফ জওয়ানের। ৩ জন জওয়ান আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার ভোর সাড়ে ৪টে পর্যন্ত ভারতীয় সীমানা লক্ষ্য করে লাগাতার গুলি বর্ষণ চালিয়ে যায় পাক সেনা।

Share
Published by
News Desk