National

ইতিহাসে আগুন! মুম্বইয়ে পুড়ল ব্রিটিশ আমলের অট্টালিকা

Published by
News Desk

একদিকে প্রবল বৃষ্টিতে নাজেহাল মুম্বই। তারওপর শনিবার কাকভোরে ভয়ংকর আগুন লাগে কোঠারি বিল্ডিংয়ে। আগুন দ্রুত এতটাই ভয়ংকর চেহারা নেয় যে এই আগুনকে লেভেল-৪ আগুন বলে চিহ্নিত করে দমকল। দাউদাউ করে জ্বলতে থাকে ব্রিটিশ আমলে তৈরি অতিকায় স্থাপত্যের ৬ তলা বাড়িটি। গলগল করে বার হওয়া কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। একে একে দমকলের ১৮টি ইঞ্জিন হাজির হয়। আগুন আয়ত্তে আনার প্রাণপণ চেষ্টা চালাতে থাকেন দমকল কর্মীরা। ভোর সাড়ে ৪টেয় প্রথম আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। তাঁরাই দমকলে খবর দেন। তারপর থেকেই দমকল কর্মীরা লড়াই শুরু করেন।

প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা আয়ত্তে আসে। তবে বাড়িটিতে কেউ আটকে নেই বলে নিশ্চিত করেছে দমকল। এদিকে আগুন নেভানোর সময়ে ল্যাডারে থাকা ২ দমকলকর্মী আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ার আগেই তা ঘিরে ফেলা হয় বলে জানিয়েছে দমকল। তবে দমকল যখন আগুন নেভানোর লড়াই চালাচ্ছিল, তখনই বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঠিক কী কারণে আগুন লাগল তা পরিস্কার নয়। তদন্ত শুরু হয়েছে।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk