National

মোমো খেতে চাওয়ায় নাবালক ছেলেকে খালের জলে ফেলে দিল বাবা

Published by
News Desk

দোকানে গরম মোমো তৈরি হতে দেখে লোভ সামলাতে পারেনি ৬ বছরের আয়ান। বাবার কাছে মোমো খাওয়ার বায়না ধরে। কিন্তু বাবা সঞ্জয় আলুই ছেলের আবদার পাত্তা দেয়নি। কিন্তু মোমোর লোভে ততক্ষণে জিভ দিয়ে জল গড়ানোর মত অবস্থা নাবালকের। মোমো খাওয়ার জন্য রাস্তাতেই সে কান্নাকাটি জুড়ে দেয়। ছেলের এমন ‘বেয়াদপি’ সহ্য করতে পারেনি ৩১ বছরের ওই ব্যক্তি। অভিযোগ, ছেলেকে ঠান্ডা করতে আচমকা তার টুটি চেপে ধরে সে। খালের জলে ছেলেকে ছুঁড়ে দেয় ওই ব্যক্তি।

গত শনিবার খালের জলে ডুবে মৃত্যু হল ওই নাবালকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আগ্রার কাছে খাদার পুলিয়া এলাকায়। শনিবার বিকেলে ওই এলাকা দিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছিল পেশায় রিক্সাচালক ওই ব্যক্তি। এমন সময় রাস্তার ধারে দোকান থেকে মোমো খাওয়ার জন্য ছেলে জেদাজেদি করায় বেজায় বিরক্ত হয় সে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে আগ্রা খাল। সেই খালেই ছেলেকে টান মেরে ছুঁড়ে ফেলে দেয় বাবা। নেশার ঘোরে সে এমন ভয়ঙ্কর কাজটি ঘটিয়েছে বলে অভিযুক্ত স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতভর নাবালকের খোঁজে খালের জল উথাল পাথাল করে দেয় উদ্ধারকারী দল। অবশেষে গত রবিবার দুপুরে নাবালকের নিথর দেহ মেলে খালে। এরপরই নতুন দিল্লির মদনপুর খাদার গ্রামের ভানগড় মহল্লার বাসিন্দা মৃতের বাবাকে পুলিশের হাতে তুলে দেন। তাকে গ্রেফতার করে পুলিশ।

Share
Published by
News Desk