National

নগ্ন করে ছবি তুলে প্রেমিকের সামনে প্রেমিকাকে গণধর্ষণ!

Published by
News Desk

গোয়ার পর্যটকরা কি আদৌ নিরাপদ সেখানকার বাসিন্দাদের জন্য? গত বৃহস্পতিবারের ঘটনাই তুলে দিল এমন অদ্ভুত প্রশ্ন। দেশের অন্যতম মোহময়ী সমুদ্রতট গোয়া। সারা বছর সেখানে পর্যটকদের ঢল লেগেই থাকে। এতদিন তাঁদের সুরক্ষার দিকেই কড়া নজর দিয়ে এসেছে স্থানীয় প্রশাসন। এবার হয়তো স্থানীয় বাসিন্দাদের জন্য ব্যবস্থা করতে হবে নিশ্ছিদ্র পুলিশি নিরাপত্তার। স্থানীয় এক তরুণীকে পর্যটকদের ধর্ষণের অভিযোগ সামনে আসার পর অন্তত এমনটাই মনে করছে গোয়ার প্রশাসনিক কর্তারা।

গত ২৪ মে রাতে সমুদ্রের নোনা হাওয়া গায়ে মেখে কোলভা এলাকার সেরনাবাতিম সমুদ্রতটে প্রেমিকের সঙ্গে ঘুরতে যান বছর ২০-র এক তরুণী। নিরিবিলি সমুদ্রতটে তাঁরা একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। অভিযোগ, তাঁদের সেই ঘনিষ্ঠ মুহুর্তের ছবি তুলে নেয় ৩ দুষ্কৃতী। সেই ছবি সোশ্যাল সাইটে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁদের নগ্ন করে ছবি তুলতে বাধ্য করা হয় বলে দাবি নির্যাতিতার। এখানেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য শেষ হয়ে যায়নি। তরুণী ও তাঁর প্রেমিকের নগ্ন শরীরের ছবি দেখিয়ে তাঁদের কাছে টাকা দাবি করে দুষ্কৃতীরা। এরপর তারা তাঁকে গণধর্ষণ করে বলে পুলিশকে জানিয়েছেন নিগৃহীতা। তাঁর প্রেমিকের সামনেই এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন তরুণী।

গত শুক্রবার তরুণী ও তাঁর প্রেমিক কোলভা থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে শনিবার সঞ্জীব ধনঞ্জয় পাল ও রাম সন্তোষ ভারিয়া নামে ২ তরুণকে গ্রেফতার করে পুলিশ। অপর অভিযুক্তের খোঁজ করা হচ্ছে। অভিযুক্তরা মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গোয়ায় ঘুরতে এসেছিল বলে জানতে পেরেছে পুলিশ। অভিযোগকারিণীর মেডিক্যাল পরীক্ষার পর তিনি ধর্ষণের শিকার বলে সুনিশ্চিত করেছেন চিকিৎসকরা। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Share
Published by
News Desk