এ যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফেরা। গত মঙ্গলবার বিকেলে মেট্রো স্টেশনে এক যুবকের ঝুঁকির স্টান্টবাজির ভাইরাল ভিডিও দেখার পর এমনটাই মনে করছেন সকলে। কি আছে ভিডিওটিতে? ভিডিওটি মেট্রো স্টেশনের সিসিটিভি ক্যামেরার একটি রোমহর্ষক মুহুর্তের রেকর্ড। ফুটেজটি দেখে মনে পড়ে যেতে বাধ্য সলমন খান অভিনীত ‘কিক’ ছবির সেই দুর্ধর্ষ স্টান্টবাজির কথা! লাইনের ওপর দাঁড়িয়ে আছে ট্রেন। সময় হয়ে আসায় তা প্ল্যাটফর্ম থেকে ছাড়ব ছাড়ব করছে। এমন সময় লাইনের ওপর লাফ দিয়ে পড়লেন এক যুবক। লাইনে দাঁড়িয়ে থাকা মেট্রোর গা ঘেঁষে উল্টোদিকের প্ল্যাটফর্মে উঠতে যান তিনি। ছবিতে গল্পের গরু গাছে ওঠার অবস্থা হয়। তাই দিব্যি ছুটন্ত ট্রেনের পাশ দিয়ে নিশ্চিন্তে রেললাইনের একদিক থেকে আরেকদিকে সুপারম্যানের মত হেঁটে যেতে দেখা গিয়েছিল সল্লু মিয়াঁকে। বাস্তবেও অনেকটা বরাতজোরে তেমনটাই ঘটতে দেখা গেল। সময় হয়ে আসায় হঠাৎ লাইন ছেড়ে কিছুটা এগিয়ে গেল মেট্রো। ঠিক সেই মুহুর্তে প্ল্যাটফর্মে উঠতে গিয়ে যুবকটির পা পিছলে চলন্ত ট্রেনের সঙ্গে খেল ধাক্কা। বরাতজোরে যদিও কোনও অঘটনই ঘটল না। চালকের তৎপরতায় এ যাত্রায় বেঁচে গেল যুবকের প্রাণ! ট্রেন তার গতি থামিয়ে দেওয়ার পর কিছুটা এগিয়ে দিব্যি প্ল্যাটফর্মে উঠে পড়ল সে।
দিল্লির শাস্ত্রী নগর মেট্রো স্টেশনের এমন অভাবনীয় ঘটনার ভিডিও এখন সোশ্যাল সাইটের ‘হট কেক’। যদি মেট্রো তার নিজস্ব গতিতে ছুট লাগাত? তাহলে কি সাংঘাতিক কাণ্ডটাই যে হত ভেবে হাত পা ঠান্ডা হওয়ার জোগাড় নেটিজেনদের। তবে যাঁর দুঃসাহসিক কাণ্ড নিয়ে সরগরম দেশ, সেই ময়ূর প্যাটেল কিন্তু একেবারেই নির্বিকার। যুবকের কীর্তি সামনে আসতেই নড়েচড়ে বসেন মেট্রো কর্তৃপক্ষ। তাঁকে পাকড়াও করা হয়। ভাজা মাছ উল্টে খেতে জানে না-র মত ভাব করে যুবক অদ্ভুত দাবি করেছেন বলে জানা গেছে। তাঁর দাবি, মঙ্গলবার জীবনে প্রথমবার তিনি মেট্রোয় ঢুকেছিলেন। চলমান সিঁড়ির ব্যবহার তাঁর জানা ছিল না। তাই রোহিণী যাওয়ার মেট্রো ধরতে তিনি রেললাইন পারাপারের মতই মেট্রো ট্র্যাক পার হতে যান। যুবকের এই দাবি শুনে অবাক মেট্রো কর্তৃপক্ষ থেকে নিত্যযাত্রীরাও। অবশ্য অবলা সাজার ভান করেও রেহাই পাননি ওই যুবক। তাঁকে ১৫০ টাকা জরিমানা বাবদ দিতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। প্ল্যাটফর্মে নিরাপত্তারক্ষী ও যাত্রীদের উপস্থিতিতে কিভাবে ওই যুবক অমন হঠকারী কাজ করতে পারলেন, সেই প্রশ্ন যদিও উঠে এসেছে! প্রশ্ন উঠেছে রাজধানীতে মেট্রোর পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।
তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…
২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…