National

বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল বাসের মাথায়, মৃত ২ পড়ুয়া

Published by
News Desk

গত কয়েকদিনের ঝড়বৃষ্টিতে বিহারের বিভিন্ন জায়গায় কোথাও ভেঙে পড়েছে গাছ। কোথাও আবার বিদ্যুতের তার গেছে ছিঁড়ে। সেই তার স্কুল বাসের ওপর আছড়ে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ জনের। বিদ্যুতের শক পেয়ে আহত হয়েছে আরও ১১ জন ছাত্রছাত্রী। যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত বুধবার সকালে পড়ুয়াদের নিয়ে স্কুলের দিকে ছুটে যাচ্ছিল স্কুল বাসটি। বানিয়াপুরে পৌঁছতেই আচমকা বেসরকারি স্কুল বাসটির ছাদে ছিঁড়ে পড়ে হাইটেনশন তার। তারের সংস্পর্শে এসে মৃত্যু হয় ১ ছাত্র ও ১ ছাত্রীর। বাস চালকও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট হয় কয়েকজন পড়ুয়াও। বাস চালক ও বাকি আহত পড়ুয়াদের স্থানীয়রাই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকালের দিকে বেশ জোরেই হাওয়া বইছিল। তাতেই আলগা হয়ে আসা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বাসের মাথায়। এতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ২ পড়ুয়ার অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবার ও স্কুলে।

Share
Published by
News Desk