National

সব জল্পনায় ইতি, কর্ণাটকে সরকার গড়ছে বিজেপি

Published by
News Desk

কে পাবে কর্ণাটক শাসনের অধিকার? এই নিয়ে টানা ২৪ ঘণ্টা বিজেপি বনাম কংগ্রেস, জেডিএস জোটের দড়ি টানাটানির পর অবশেষে বিজেপিকেই সরকার গড়তে ডাক দিলেন রাজ্যপাল। বৃহস্পতিবার সকালে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বিএস ইয়েদুরাপ্পা। সকাল সাড়ে ৯টায় রাজভবনে শপথ গ্রহণ হওয়ার কথা। তবে আগামী ১৫ দিনের মধ্যে বিজেপিকে বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।

বুধবার অবশ্য তাঁদের বিধায়কদের কেনার জন্য বিজেপি বিধায়ক পিছু ১০০ কোটি টাকা করে অফার দিয়েছে বলে দাবি করেন কংগ্রেস সমর্থিত জেডিএস মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কুমারস্বামী। তিনি দাবি করেন তাঁদের ৩২ জন বিধায়ককে বিজেপি অফার দিয়েছে। বিজেপিকে সমর্থন দিলে ১০০ কোটি টাকা ও মন্ত্রিত্ব। কুমারস্বামীর এই বিস্ফোরক দাবি ঘিরে রাজনৈতিক মহলে রীতিমত শোরগোল পড়ে যায়।

অন্যদিকে কংগ্রেস সাফ জানিয়ে দিয়েছিল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তাদের জোটের রয়েছে। এই অবস্থায় ১০৪টি আসন হাতে থাকা বিজেপিকে রাজ্যপাল সরকার গড়তে ডাকলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। এখন দেখার আগামী দিনে কর্ণাটককে কেন্দ্র করে রাজনৈতিক স্রোত কোন দিকে প্রবাহিত হয়।

Share
Published by
News Desk