National

নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে মৃত কমপক্ষে ১৮

Published by
News Desk

ভয়ংকর দুর্ঘটনার ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বারাণসীতে। মঙ্গলবার বিকেলে বারাণসী ক্যান্ট রেলওয়ে স্টেশনে নির্মীয়মাণ একটি ফ্লাইওভার ভেঙে পড়ে। ফ্লাইওভারের বিশাল ২টি স্তম্ভ আছড়ে পড়ে মেঝেতে। অনেকগুলি গাড়ি সেখানে দাঁড়িয়েছিল। সেগুলি সিমেন্টের স্তম্ভের নিচে চাপা পড়ে যায়। চাপা পড়ে যান অনেক মানুষ। তাঁদের টেনে বার করা সম্ভব হয়নি। দ্রুত সেখানে উদ্ধারকারী দল হাজির হলেও বিশালকায় স্তম্ভগুলি সরিয়ে কাউকে উদ্ধার করাই প্রায় সম্ভব হয়নি। স্তম্ভ সরাতে ক্রেন আনা হয়। আশপাশ থেকে ছুটে আসেন মানুষজন। সূত্রের খবর, কমপক্ষে ১৮ জনের চাপা পড়ে মৃত্যু হয়েছে। ৫০ জন মানুষ স্তম্ভের তলায় আটকে পড়েছেন বলে খবর। তবে সঠিক সংখ্যা এখনও পরিস্কার নয়।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেপি মৌর্যকে পৌঁছনোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্থানীয় মানুষের দাবি, প্রায় ২ বছর হয়ে গেল এই ফ্লাইওভারটির নির্মাণকাজ চলছে। এখনও তা শেষ হওয়ার নাম নিচ্ছিল না। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে চাপা অসন্তোষ রয়েছে। মঙ্গলবারের দুর্ঘটনা সেই অসন্তোষে ঘৃতাহুতি দিল।

Share
Published by
News Desk