National

আত্মঘাতী পুলিশের দুঁদে অফিসার হিমাংশু রায়

Published by
News Desk

নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন মুম্বই পুলিশের ডাকসাইটে আধিকারিক হিমাংশু রায়। ১৯৮৮ ব্যাচের আইপিএস ৫৪ বছরের হিমাংশু রায় বেশ কিছুদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। আপাতত অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন তিনি। শুক্রবার নিজের ঘরেই সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হন বলে পুলিশের তরফে জানান হয়েছে। তাঁর মৃত্যুতে তাঁর সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হিমাংশু রায় পুলিশের দুঁদে আধিকারিক হিসাবেই পরিচিত ছিলেন। অনেকগুলি হাই-প্রোফাইল মামলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। যারমধ্যে জে দে হত্যাকাণ্ড, আইপিএল বেটিংয়ের মত নামকরা মামলা রয়েছে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখার প্রধান ছিলেন তিনি। কাজ করেছেন মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার হিসাবেও। হালে তাঁকে এডিজি পদে বসান হয়েছিল। ওই পদে থাকাকালীনই ক্যান্সার ধরা পড়ে তাঁর। চিকিৎসার জন্য ছুটিতে ছিলেন তিনি। তবে তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন কয়েকদিন ধরে সামান্য অবসাদে ভুগছিলেন হিমাংশু রায়।

Share
Published by
News Desk