National

নিজের জিভ কেটে ঈশ্বরকে নিবেদন করলেন ভক্ত!

Published by
News Desk

ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করে তাঁর দুয়ারে সাধ্যমত অর্ঘ্যডালা সাজিয়ে উপস্থিত হন ভক্তরা। ভগবানের পায়ে কেউ সমর্পণ করেন ফুল, ফল, মিষ্টি। কেউ আবার অর্থ, গয়না মায় সম্পত্তি পর্যন্ত উৎসর্গ করে দেন। তবে ভক্ত হৃদয়ের সেইসব মহার্ঘ্য উপহার তুচ্ছ হয়ে গেল গুড্ডি তোমারের নিবেদনের কাছে। মধ্যপ্রদেশের মোরেনা জেলার পোরসা গ্রামের বাসিন্দা বছর ৪৫-এর ওই মহিলার স্বামী ও ৩ ছেলে নিয়ে সুখের সংসার। শৈশব থেকে দেবী দুর্গাকে মনপ্রাণ দিয়ে পুজো করে এসেছেন তিনি।

সংসারের দায়িত্ব সামলে রোজ ওই মহিলা যেতেন তারসামা গ্রামের বিজাসেন মাতা মন্দিরে। সেখানে দেবীর আরাধনা মন ভরে উপভোগ করতে তিনি। গত বুধবার নিত্যদিনের মতই মন্দিরে যান ওই মহিলা। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুজো চলাকালীন আচমকা জিভ কেটে দেবীকে উৎসর্গ করেন গুড্ডি তোমার। এরপরেই মন্দিরের চাতালে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। স্থানীয়রাই ওই মহিলাকে মোরেনা জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে এখন চিকিৎসা চলছে তাঁর। মহিলার স্বামী রবি তোমারের দাবি, সম্ভবত অন্তরের প্রবল বিশ্বাস ও ভক্তি থেকেই স্ত্রী এমন অভাবনীয় কাণ্ডটি ঘটিয়ে ফেলেছেন।

Share
Published by
News Desk