National

ধেয়ে আসছে ঝড়, সঙ্গে প্রবল বৃষ্টি, জারি সতর্কতা

Published by
News Desk

দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্ব ভারত জুড়ে থাকা রাজ্যগুলির জন্য প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস গত শনিবারই জারি করেছিল মৌসম ভবন। যে তালিকায় পশ্চিমবঙ্গের নামও ছিল। সোমবার ফের সতর্ক করল হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ সহ অনেকগুলি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এখানে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে রাজস্থান, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, ওড়িশা, সিকিম। এছাড়া উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকেও আলাদা করে সতর্ক করা হয়েছে।

গত সপ্তাহেই দানবীয় ধুলো ঝড়ে ১৩০ জনের মৃত্যু হয়েছে। সেই স্মৃতি এখনও তাজা। এদিন ফের রাজস্থান, উত্তর প্রদেশে ধুলো ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবেও ধুলো ঝড়ের সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর প্রদেশ, বিহার, ওড়িশা, সিকিম, পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। অন্যদিকে দক্ষিণের কর্ণাটক ও কেরালাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে ধুলোঝড় সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাসে সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের সব স্কুলে ছুটি ঘোষণা করেছে হরিয়ানা সরকার। সতর্ক করা হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলিকেও। এসবের মধ্যেই আবার মহারাষ্ট্রের বিদর্ভে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে মৌসম ভবন।

Share
Published by
News Desk