National

জঙ্গলে গুলির লড়াই, নিকেশ ৮ মাওবাদী

Published by
News Desk

মহারাষ্ট্রের গড়চিরোলিতে মাওবাদী দমনে বড় সাফল্য আসে প্রশাসনের ঝুলিতে। গড়চিরোলির তাদগাঁও জঙ্গলে ২ দিনে ৩৭ জন মাওবাদীকে খতম করে পুলিশ। এবার ছত্তিসগড়ে মাও দমনেও বড় সাফল্য পেল পুলিশ। গুলিযুদ্ধে ৮ মাওবাদীকে নিকেশ করল ছত্তিসগড় পুলিশ ও তেলেঙ্গানার অ্যান্টি মাও স্পেশাল গ্রেহাউন্ড ইউনিট। পুলিশের কাছে খবর ছিল, তেলেঙ্গানা-ছত্তিসগড় সীমান্ত লাগোয়া বিজাপুর জেলার গহন জঙ্গলে লুকিয়ে আছে জনা কয়েক সশস্ত্র মাওবাদী। সেইমত শুক্রবার সকালে জঙ্গলে হানা দেয় যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর জঙ্গলে পা পড়তেই গুলি চালাতে শুরু করে গা ঢাকা দেওয়া মাওবাদীরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনী। প্রায় ২ ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। গুলি যুদ্ধ থামলে ৫ মহিলাসহ ৮ মাওবাদীর দেহ পাওয়া যায় জঙ্গল থেকে। নিহতদের কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গুপ্ত নথি উদ্ধার হয়েছে। যৌথবাহিনীর তরফ থেকে হতাহতের কোনও খবর নেই। এরপরও জঙ্গল সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি চালায় যৌথবাহিনী।

Share
Published by
News Desk