Categories: National

পাঠানকোট ঘুরে দেখল পাক তদন্তকারী দল

Published by
News Desk

পাঠানকোট তদন্তে এদিন এলাকা ঘুরে দেখলেন পাঁচ সদস্যের পাক তদন্তকারী দল। গত ২ জানুয়ারি ভারতীয় বায়ু সেনা ঘাঁটিতে যে পথে জঙ্গিরা প্রবেশ করেছিল এদিন সেই পথেই পাক তদন্তকারীদের নিয়ে আসা হয়। ঘুরিয়ে দেখানো হয় গোটা চত্বর। যেখানে সুরক্ষা বাহিনীর সঙ্গে জঙ্গিদের ৮০ ঘণ্টা গুলির যুদ্ধ হয় সেই এলাকাও ভালভাবে ঘুরে দেখেন তদন্তকারীরা। তবে বায়ুসেনার অপারেশনাল এলাকায় তাদের ঢুকতে দেওয়া হয়নি। এদিকে এদিন পাক তদন্তকারী দলের আসার বিরুদ্ধে সরব হয় কংগ্রেস ও আম আদমি পার্টি। পাঠানকোটে বায়ু সেনার বিমান ঘাঁটির পাঁচিলের বাইরে দুই দলের কর্মী, সমর্থকরা জড়ো হয়ে পাক বিরোধী স্লোগান দেন। তাঁদের হাতে ছিল পাকিস্তান বিরোধী প্ল্যাকার্ড ও কালো পতাকা।

Share
Published by
News Desk