National

স্ত্রীকে সন্দেহ, ২ মাসের সন্তানকে জুতো পেটা করে গলা টিপে খুন করল বাবা

সন্দেহের বিষ ছড়িয়ে গিয়েছিল রক্তে মজ্জায়। অভিযোগ, সেই সন্দেহের বলি হতে হল নিষ্পাপ দুধের শিশুকে। স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহের বশে নিজের ২ মাসের সন্তানকে গলা টিপে খুন করে মারল ১৭ বছরের কিশোর। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এমন নৃশংস ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

১০ মাস আগে ১৬ বছরের কিশোরী প্রেমিকাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছিল সে। দিল্লির মঙ্গলপুরী এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে উঠেছিল। কিন্তু ভাড়া দেওয়ার মত আর্থিক সঙ্গতি তাঁর ছিলনা। অভিযোগ, তার উপরে মদ ও ড্রাগের প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত ছিল ওই কিশোর। ফোন চুরি করে ধরা পড়ায় কিশোরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তার পরিবার। এদিকে বাড়ির অমতে ওই কিশোরকে বিয়ে করায় মেয়ের সঙ্গে যোগাযোগ রাখেনি কিশোরীর মা-বাবাও।

এরমাঝেই টানাটানির সংসার আলো করে ২ মাস আগে একটি ফুটফুটে পুত্র সন্তানের মা হয় কিশোরী। নাতির মুখ দেখার পর মেয়ে-জামাইকে মেনে নেয় কিশোরীর বাড়ির লোক। তাঁদের দাবি, বিয়ের পর থেকে স্ত্রীর চরিত্র নিয়ে অকারণে সন্দেহ প্রবণ হয়ে পড়ে জামাই। নিজের সন্তানের পিতৃ পরিচয় নিয়েও প্রশ্ন তুলে দেয় সে। এদিকে সংসার চালাতে কিশোরীও রোজগারের চেষ্টা শুরু করে। গত শনিবার দুপুরে কিশোরী কাজের সন্ধানে বার হয়। ২ মাসের পুত্রসন্তানকে রেখে যায় স্বামীর কাছে। অভিযোগ এই সময়ে ফাঁকা বাড়িতে মদ্যপ কিশোর সন্দেহের বশে দুধের সন্তানকে জুতো দিয়ে মারতে শুরু করে। তারপর তাঁকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করে। বিকেলে বাড়ি ফিরে ছেলেকে অনেক ডেকেও সাড়া না পেয়ে তাঁকে নিয়ে স্থানীয় হাসপাতালে ছোটে কিশোরী। সেখানে শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। শিশুর গলায় আঙুলের দাগ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের। পুলিশে খবর দেন তাঁরা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জেরার মুখে শিশুপুত্রকে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত।

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025