National

মাওবাদী দমনে বড় সাফল্য পেল পুলিশ, মৃত ১৪ মাওবাদী

Published by
News Desk

মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার তাদগাঁও জঙ্গলে ১৪ জন মাওবাদীকে খতম করল পুলিশ। পুলিশের সঙ্গে রবিবার দীর্ঘক্ষণ মাওবাদীদের গুলিযুদ্ধ চলে। সেখানেই এই সাফল্য আসে পুলিশের ঝুলিতে। গুলির লড়াইয়ে মৃত মাওবাদীদের মধ্যে দুই জেলাস্তরের কমান্ডারও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের শনাক্তও করা গেছে।

রবিবার সকাল থেকেই গুলি যুদ্ধ শুরু হয়। ইদানিংকালে মাওবাদী দমনে এত বড় সাফল্য পায়নি পুলিশ। এদিনের অপারেশনে পুলিশের বিশেষ সি-৬০ কম্যান্ডো বাহিনীকে ব্যবহার করা হয়। এছাড়া পুলিশের একটা বড় দল ছিল। গোটা এলাকা ঘিরে ফেলে অপারেশন চালায় পুলিশ। গুলিযুদ্ধ চলে দিনভর।

Share
Published by
News Desk