Categories: National

জিগীষা ঘোষ হত্যাকাণ্ডে ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

Published by
News Desk

তথ্য প্রযুক্তিকর্মী জিগীষা ঘোষ হত্যাকাণ্ডে ২ অভিযুক্তের মৃত্যুদণ্ডের নির্দেশ দিল দিল্লির সাকেত আদালত। অন্য অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ২০০৯ সালে নয়ডার একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ২৮ বছরের বাঙালি তরুণী জিগীষা ঘোষ অফিস থেকে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ দিল্লির বসন্ত বিহার এলাকায় ট্যাক্সি থেকে নামার পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করে। বেপাত্তা হওয়ার ৩ দিন পর তাঁর দেহ হরিয়ানার সূরজকুণ্ডের একটি ফাঁকা জায়গায় ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় রবি কাপুর, বলজিৎ ও অমিত শুক্লা নামে ৩ যুবককে গ্রেফতার করে পুলিশ। জিগীষাকে খুন করে তার ক্রেডিট কার্ড ব্যবহার করে দিল্লির একটি অভিজাত শপিং মলে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ে যায় এই ৩ যুবক। এদের ৩ জনেরই ফাঁসির সাজার জন্য আদালতের কাছে আবেদন জানায় পুলিশ। অবশেষে ৭ বছর মামলা চলার পর অমিত শুক্লা ও রবি কাপুরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল আদালত।

Share
Published by
News Desk