National

৮ মাসের শিশুকন্যাকে ধর্ষণ করে হত্যা, হতবাক গোটা দেশ

Published by
News Desk

বিকৃত যৌন লালসার বলি হল আরও এক শিশুকন্যা। মাত্র ৮ মাসের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল মধ্যপ্রদেশের ইন্দোর। দেশের নানা প্রান্তে ধর্ষণের ভয়াবহতা সব কিছুকে দিনে দিনে ছাপিয়ে যাচ্ছে। নৃশংসতা, পৈশাচিকতা, বর্বরতা কোনও শব্দই আর যথেষ্ট নয়।

ইন্দোরের রাজওয়াদা দুর্গ সংলগ্ন অঞ্চলের ঘটনা সেই সত্যিকে ফের একবার তুলে ধরল। শুক্রবার ঘড়ির কাঁটায় ভোর পৌনে ৫ টা। দুর্গের সামনে ফুটপাথে ছোট্ট মেয়েকে নিয়ে নিশ্চিন্তে ঘুমচ্ছিলেন মা-বাবা। পুলিশ জানাচ্ছে, সেই সুযোগের অপেক্ষায় ছিল শিশুকন্যার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে শুয়ে থাকা নবীন গাটকে। সুযোগ বুঝে ঘুমন্ত শিশুকন্যাকে চুপিসারে ঘুমন্ত মা-বাবার পাশ থেকে তুলে নেয় বছর ২১-এর তরুণ। শিশুকে কাঁধে তুলে কিছুটা দূরে একটি শপিং মলের বেসমেন্টে নিয়ে যায় সে। জনমানবহীন বেসমেন্টের মেঝেতে ফেলে শিশুর ওপর পাশবিক অত্যাচার চালায় অভিযুক্ত। বেলা পর্যন্ত ওখানেই ওইভাবে পড়ে থাকে ছোট্ট দেহটা। পরে এক ব্যক্তি তাঁর দোকান খোলার জন্য ওখানে এলে শিশুকন্যার ক্ষতবিক্ষত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের ধারণা, মাথায় লাগার কারণে মৃত্যু হয় শিশুকন্যার। ঘটনার তদন্তে নেমে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করেন তদন্তকারিরা। দিনভর নিখোঁজ শিশুকন্যার জন্য উদ্বিগ্ন মা-বাবাকে মেয়ের ধর্ষণ ও মৃত্যুর খবর দেয় পুলিশই। অভিযুক্ত তরুণকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় পুলিশি টহলদারি চলার পরেও কিভাবে এমন ঘৃণ্য ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk