National

প্যানিক বোতাম টিপে হস্তমৈথুনরত ক্যাব চালককে ধরিয়ে দিলেন তরুণী

Published by
News Desk

সম্প্রতি বাসের মধ্যে এক ছাত্রীর পাশের সিটে বসে হস্তমৈথুন করার ঘটনায় ব্যাপক হইচই পড়ে যায় দিল্লিতে। কিছুদিনের ব্যবধানে মহিলাদের সামনে এক শিক্ষকের হস্তমৈথুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সেই দিল্লিতেই। এবার একই ন্যক্কারজনক ঘটনা ঘটল ফের রাজধানীতেই। এবার এক মহিলা যাত্রীর সামনে অ্যাপ নির্ভর ক্যাব চালকের হস্তমৈথুনের ঘটনায় মুখ পুড়ল দিল্লির।

গত রবিবার রাতের ঘটনা। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বারখাম্বা রোডে বাড়ি ফেরার জন্য ক্যাবে ওঠেন বেসরকারি সংস্থায় কর্মরত এক তরুণী৷ অভিযোগ, বেশ কিছুদূর যাওয়ার পর গাড়ির গতি কমে আসায় এবং চালকের অস্বাভাবিক আচরণে সন্দেহ হয় তরুণীর। পুলিশের কাছে তরুণী অভিযোগে জানান, জনপথ রোডে ন্যাশনাল মিউজিয়ামের কাছে পৌঁছাতে কেন গাড়ি এত আস্তে চলছে তা দেখতে তরুণী সামনের দিকে ঝুঁকে অবাক হয়ে যান। দেখেন চলন্ত গাড়িতে হস্তমৈথুন করার চেষ্টা করছে চালক৷ তরুণীর দাবি, সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা প্যানিক বোতাম টিপে দেন তিনি৷ তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ এসে গ্রেফতার করে চালককে৷

Share
Published by
News Desk