National

শোনে উল্টে পড়ল মিনি ট্রাক, মৃত ২১ বরযাত্রী

Published by
News Desk

বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ২১ জন বরযাত্রীর। গত মঙ্গলবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের ভোপালের সিন্ধি জেলায় বিয়েবাড়িতে যাচ্ছিলেন জনা ৫০ বরযাত্রী। সিন্ধি জেলার শোন নদীর যোগদহ সেতুতে বর‌যাত্রী বোঝাই মিনি ট্রাকটি ওঠার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারান চালক। সেইসময় মিনি ট্রাকের ভিতর হৈচৈ গল্প গুজবে মেতে ছিলেন বরযাত্রীরা। তাঁরা কিছু বোঝার আগেই সেতুর রেলিং ভেঙে ট্রাক সোজা গিয়ে পড়ে ১০০ ফুট নিচে শুকনো নদীর চরায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের।

স্থানীয়দের থেকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী বাহিনী। গুরুতর জখম যাত্রীদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও ৬ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের মাথাপিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

Share
Published by
News Desk