Categories: National

গোয়ার পর হিমাচলেও ভেঙে পড়ল সেতু

Published by
News Desk

গোয়ার পর এবার হিমাচল প্রদেশ। প্রবল বৃষ্টিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। তবে বাঁচোয়া একটাই। মুম্বই-গোয়া সড়কে সাবিত্রী নদীর ওপর ১০ দিন আগে যে ব্রিটিশ আমলে তৈরি সেতুটি বাস, গাড়ি নিয়ে ভেঙে পড়েছিল তাতে এখনও পর্যন্ত ২৮ জনের দেহ পাওয়া গেছে। ১৬ জনের কোনও খোঁজ নেই। হিমাচলের ক্ষেত্রে এই কানদ্রোরি সেতুতে একটি ফাটল ধরা পড়ায় প্রশাসনের তরফে সেটি আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

হিমাচল প্রদেশ জুড়ে বেশ কিছুদিন ধরেই টানা বৃষ্টি চলছে। এর ফলে জনজীবন বিপর্যস্ত। নদীগুলো ফুঁসছে। কাংরা জেলায় ৪৪ বছরের পুরনো এই ১৬০ মিটার সেতুর কয়েকটি স্তম্ভ শুক্রবার প্রবল স্রোতে নড়বড় করছিল। তা দেখে এক ব্যক্তি মোবাইলে সেই ছবি তুলছিলেন। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুর একাংশ।

মোবাইল ক্যামেরায় ধরা পড়ে যায় সেই ছবিও। পরে সেটাই ভাইরালে পরিণত হয়। হিমাচলের নুরপুর তহসিলের সঙ্গে পঞ্জাবের সংযোগকারী সড়ক যোগাযোগে অন্যতম রাস্তাটি এই সেতুর ওপর দিয়ে গিয়েছে।

Share