National

শরীর জুড়ে দগদগে ক্ষত, ধর্ষণ করে খুন নাবালিকাকে

Published by
News Desk

দিল্লি, উন্নাও, কাঠুয়া বা সুরাট কোথাও বদলায়নি ছবিটা। এবার গুজরাটের সুরাটে পাশবিক যৌন নির্যাতনের বলি হল ১১ বছরের এক নাবালিকা। গুজরাটের সুরাটের পান্ডশেরা এলাকার সাঁই মোহন সোসাইটির পিছনে ক্রিকেট মাঠের পাশে উদ্ধার হয় এক নাবালিকার বিবস্ত্র দেহ। গলায় কালশিটের দাগ জানান দিচ্ছিল গলা টিপে খুন করা হয়েছে তাকে। সাড়া শরীর জুড়ে ফুটে ওঠা দগদগে ক্ষতচিহ্ন বলে দিচ্ছিল, কি ভয়ংকর দুঃসহ লালসার শিকার হতে হয়েছে নাবালিকাকে। ৮০টির ওপর ক্ষতচিহ্ন পাওয়া গেছে মাত্র ১১ বছরের মেয়ের দেহে।

ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে আরও এক নির্মম তথ্য। টানা ৮ দিন ধরে নাবালিকাকে গণধর্ষণ করার পর তাকে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীরা। মৃত নাবালিকার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। খোঁজ করা হচ্ছে কারা এমন পাশবিক অত্যাচারের পর প্রমাণ লোপাট করতে খুন করল নাবালিকাকে।

Share
Published by
News Desk