National

ভারত বন্‌ধে বিহারে অশান্তি, সংঘর্ষ

কোনও সংগঠনের তরফে এই ভারত বন্‌ধ ডাকা হয়নি। কোনও সংগঠন এগিয়ে এসে দাবিও করেনি যে তারাই এই বন্‌ধ ডেকেছেন। কেবল দলিতদের ডাকা গত ২ এপ্রিলের ভারত বন্‌ধের পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এদিনের ভারত বন্‌ধে সামিল হওয়ার কথা প্রচার করা হচ্ছিল। সোশ্যাল মিডিয়ার হাত ধরে এদিনের ভারত বন্‌ধের ইস্যু ছিল শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের বিরোধিতা। ফলে এদিনের বন্‌ধে সামিল হতে দেখা গেছে মূলত উচ্চবর্ণের মানুষজনকেই।

বিহারের আরায় এদিন বন্‌ধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বন্‌ধ সমর্থক ও সংরক্ষণপন্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। যেখানে ১২ জন গুরুতর আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে অবস্থা আয়ত্তে আনে। এছাড়াও এদিন সকাল থেকেই বিহারের বিভিন্ন জায়গায় বন্‌ধ সমর্থকেরা পথ অবরোধ, রেল অবরোধ, জোর করে দোকান বন্ধ করানোর রাস্তায় হাঁটেন। বিহারের বেগুসরাই, নওয়াডা, ভোজপুর, দ্বারভাঙ্গা সহ বিভিন্ন জায়গায় অশান্তির আগুন ছড়ায়।

উত্তরাখণ্ডের নৈনিতালেও এদিন বন্‌ধ সমর্থকেরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। পুলিশ লাঠিচার্জ করে অবস্থা আয়ত্তে আনে।

দলিত বন্‌ধের দিন সংঘর্ষে ৮ ব্যক্তির মৃত্যুর স্মৃতি এখনও তাজা। তাই এদিন যাতে বন্‌ধ ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য আগেভাগেই ব্যবস্থা নিয়েছিল পুলিশ। মধ্যপ্রদেশে সকাল ৬টা থেকে কোথাও কোনও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়। ভিন্দে আগামী ১১ এপ্রিল পর্যন্ত কার্ফু জারি করা হয়। রাত ১০টা পর্যন্ত গোয়ালিয়রে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

উত্তরপ্রদেশেও প্রশাসনের তরফে কড়া সতর্কতার বন্দোবস্ত করা হয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই মুজফ্ফরনগর, শামলি, হাপুর ও সাহারানপুরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফিরোজাবাদ জেলায় সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয় জেলা প্রশাসন।

রাজস্থানেও কোনও ঝুঁকি না নিয়ে রাজ্য প্রশাসন মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। রাজ্য জুড়ে কড়া সুরক্ষা বলয়ে গোটা দিন মোড়া ছিল রাজস্থান। দেশের বাকি রাজ্যগুলিতে বন্‌ধে তেমন কোনও প্রভাব পড়েনি।

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025