National

ফের মাথা কাটা গেল আম্বেদকরের মূর্তির

Published by
News Desk

মূর্তি ভাঙার ন্যক্কারজনক ট্রেন্ড দেশের বিভিন্ন রাজ্যে এখনও ধিকিধিকি আগুনের মত জ্বলে চলেছে। সেই আগুন থামা বা নেভার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। তার প্রমাণ ফের মিলল মধ্যপ্রদেশের সাতনায়। গত শুক্রবার একদল দুষ্কৃতী গ্রামের সিভিল লাইনে স্থাপিত দেশের সংবিধান প্রণেতার মূর্তিতে হামলা চালায়। ড: বি আর আম্বেদকরের মূর্তির মাথা ধড় থেকে আলাদা করে দেয় তারা।

আম্বেদকরের বিকৃত মূর্তি স্থানীয় বাসিন্দাদের চোখে পড়তেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ ভাঙা মূর্তিটি সরাতে এলে দলিত সংগঠনের বিক্ষোভের মুখে পড়ে। পুলিশকে ঘেরাও করে আম্বেদকরের মূর্তির চারধারে শক্তপোক্ত নিরাপত্তার বেষ্টনী গড়ে তোলার দাবি জানান উত্তেজিত জনতা। পুলিশ তাঁদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

Share
Published by
News Desk