National

প্রবল বিস্ফোরণে ধসে পড়ল বাড়ি, মৃত ২

Published by
News Desk

বাড়ির ভিতরে মজুত ছিল বিস্ফোরক জাতীয় পদার্থ। সে বিষয়ে ঘুণাক্ষরেও টের পাননি কেউ। বুধবার আচমকাই ফেটে যায় সেই বিস্ফোরক। জোরাল বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে উত্তরপ্রদেশের বুলন্দশহরের দিবাই এলাকা। বিস্ফোরণের উৎসস্থল ছিল এলাকার ২টি বাড়ি। ভেঙে পড়া বাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। মৃতদের মধ্যে একজন ১৬ বছরের কিশোরী ফারিদা। অপরজন ৩ বছরের শিশুকন্যা আলিশা। ধসে পড়া বাড়ির ভগ্নস্তূপের নিচে চাপা পড়ে আহত হন আরও ৩ জন। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ এবং ফরেনসিক দল। কে বা কারা বাড়ি ২টিতে বিস্ফোরক পদার্থ মজুত করে রাখল তা খতিয়ে দেখা হচ্ছে।

Share
Published by
News Desk