Categories: National

মণিপুরে ফের আইইডি বিস্ফোরণ, আহত ১ নাবালিকা

Published by
News Desk

জোড়াল বিস্ফোরণে আহত হল একটি ৭ বছরের মেয়ে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মণিপুরের রাজধানী ইম্ফলের কাছে মইরাং পুরেল গ্রামের ১টি বিএসএফ ক্যাম্পের সামনে। বিএসএফ ক্যাম্প লক্ষ্য করেই বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে মনে করছে পুলিশ। ফাটানো হয়েছে আইইডি। ২ দিন আগেই মণিপুরের সেনাপতি জেলার কাঙ্গপোকপি এলাকায় আইইডি বিস্ফোরণে ২ বিএসএফ জওয়ান গুরুতর আহত হন। তার পরেই ফের আইইডি বিস্ফোরণে উত্তেজনা ছড়িয়েছে। এদিকে এদিন মণিপুরের তেনডংয়ান গ্রামের কাছে ১টি বাসে তল্লাশি চালাতে গিয়ে ৩ কেজি আইইডি বিস্ফোরক উদ্ধার করে বিএসএফ ও অসম রাইফেলস।

Share
Published by
News Desk