National

প্রৌঢ়ের যৌন লালসার শিকার এবার ৫ বছরের শিশু

Published by
News Desk

শৈশব বিকৃতকাম ক্ষুধার আঁচড়ে হল ক্ষতবিক্ষত। ফের দেশের রাজধানীর বুকেই। দিল্লির রাজপথে নির্ভয়ার পাশবিক গণধর্ষণের কথা আজও ভোলেননি দেশবাসী। ২০১২-র পর থেকে এই সাড়ে ৫ বছরে আরও কত যৌন অত্যাচারের ঘটনায় কালিমালিপ্ত হয়েছে দিল্লির মুখ। সেই কলঙ্ক ফের একবার প্রকট হল দিল্লির গোবিন্দপুরী এলাকার ঘটনায়। অভিযোগ, এলাকার ৫ বছরের এক শিশুর ওপর পৈশাচিক যৌন নির্যাতন চালিয়েছে ৫৫ বছরের এক ব্যক্তি। এই অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

গত শনিবার নির্যাতিত শিশুটির বাড়িতে তার মা-বাবা ছিলেন না। অভিযোগ, ফাঁকা বাড়িতে জোর করে শিশুটির সঙ্গে পায়ুকামে লিপ্ত হয় তার পরিচিত ওই প্রৌঢ়। এমনকি ভয় দেখিয়ে প্রৌঢ় শিশুটিকে নানাভাবে যৌন হয়রানি করে বলে দাবি নিগৃহীতের। শিশুটির বাবা-মার দাবি, বাড়িতে ফিরে ছেলেকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখেন তাঁরা। ভীত সন্ত্রস্ত ছেলের মুখ থেকে সমস্ত কথা জানার পর পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতের অভিভাবকরা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। শিশুটির চিকিৎসা চলছে।

Share
Published by
News Desk