National

বিবাহিত ব্যক্তির সঙ্গে মেয়ের বিয়েতে না, পরিবারের ৫ জনের রহস্যমৃত্যু

Published by
News Desk

বিবাহিত যুবকের সঙ্গে নাবালিকা মেয়ের বিয়ে দিতে চায়নি তার পরিবার। নাবালিকার বাড়ির লোকের এহেন আস্পর্ধা মানতে পারেনি যুবক। অভিযোগ, সেই ‘অপরাধ’-এ নাবালিকার বাড়ির ৫ সদস্যকে খুন করে পুঁতে দেওয়া হয় জঙ্গলের মাটিতে। নারকীয় হত্যাকাণ্ডটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায়। সূত্রের খবর, গত ১৪ মার্চ বাড়ি থেকে পরিবারসহ বেপাত্তা হয়ে যান সিংভূমের তুলাসাই গ্রামের বাসিন্দা রাম সিং সিরকা। মার্চের ২৭ তারিখে গ্রামের অনতিদূরে জঙ্গলের মধ্যে স্থানীয়দের চোখে পড়ে বছর ৪৫-এর রাম সিং সিরকার গলাপচা দেহ। খবর দেওয়া হয় পুলিশকে।

ওইদিনই ৫ কিলোমিটার দূরে অন্য একটি জঙ্গল থেকে উদ্ধার হয় আরও ৪টি দেহ। দেহগুলি ছিল মৃত ব্যক্তির স্ত্রী পানু কুই, মেয়ে রম্ভা এবং ২ ছেলে কানডে ও সোন্য-র। একই পরিবারের ৫ জনের রহস্যমৃত্যুর তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে গুয়া পুলিশের হাতে।

পুলিশ জানতে পারে, কিছুদিন আগে রাম সিং সিরকার নাবালিকা মেয়ে রম্ভাকে বিয়ে করার প্রস্তাব দেয় এলাকার প্রভাবশালী পরিবারের সদস্য এক যুবক। সেই প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দেন নাবালিকার বাবা। অভিযোগ সেই প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি ওই পরিবার। বদলা নিতেই ৫ জনকে খুন করা হয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা। অভিযুক্ত যুবকসহ ৯ জনের মধ্যে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিন রাজ্যে পালিয়ে যাওয়া বাকি ৮ জনের খোঁজে তল্লাশি চলছে।

Share
Published by
News Desk