National

চিকেন কারি পাতে পড়তে দেরি! অনুষ্ঠানবাড়িতে তুলকালাম, মৃত ১

Published by
News Desk

হায়দরাবাদের চারমিনারের কাছে হুসাইনি আলম এলাকার বিয়েবাড়ির হলঘর। বিবাহ পূর্ববর্তী এনগেজমেন্ট পার্টি উপলক্ষে সোমবার সকাল থেকেই সেখানে ছিল সাজসাজ রব। পার্টি মানেই হৈ-হুল্লোড়। সবশেষে পেট পুজো। বেলা বাড়তেই তাই একে একে আমন্ত্রিত অতিথিরা খাওয়া-দাওয়া শুরু করে দেয়। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী অতিথির দাবি, শুরুর দিকে ভোজন পর্ব সুষ্ঠুভাবেই চলছিল। কিন্তু কিছুক্ষণ পর আচমকাই আমন্ত্রিত অতিথিদের ২ পক্ষের মধ্যে গোল বাঁধে চিকেন কারি নিয়ে। একপক্ষ দাবি করে, অনুষ্ঠানের আয়োজকদের ভাড়া করা ক্যাটারিং সংস্থার লোকজন চিকেন সার্ভ করতে ভয়ঙ্কর দেরি করছে। আরেকদল অতিথি ক্রমাগত সেই দাবি অস্বীকার করতে থাকে। পাতে চিকেন কারি পড়তেই ২ পক্ষের ঝগড়া সেই মুহুর্তের জন্য থেমেও যায়। কিন্তু খাওয়া-দাওয়ার পর্ব মিটতেই ঘটে যায় বিপত্তি।

অভিযোগ, চিকেন কারি পাতে দেরি করে পড়ায় ক্ষুব্ধ অতিথিরা ভুরিভোজের পর দলবলসহ ছুরি হাতে চড়াও হয় অনুষ্ঠানের আয়োজকদের আত্মীয়দের ওপর। হামলাকারীদের ছুরির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ যুবকের। গুরুতর জখম আরও ১ জন। অভিযোগ, হামলাকারীরা এরপর মহিলামহলে ঢুকে মেয়েদের ওপরেও চড়াও হয়। খবর পেয়ে ততক্ষণে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতকদের খোঁজে চলছে তল্লাশি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk