National

অস্বাভাবিক যানজট, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে গাড়ি, বাস

Published by
News Desk

দলিত সংগঠনগুলির ডাকে ভারত বন্‌ধের ব্যাপক প্রভাব পড়েছে রাজধানী নয়াদিল্লিতে। দিল্লির বেশ কয়েকটি জায়গায় সকালেই পথ অবরোধে সামিল হন বন্‌ধ সমর্থকেরা। হাজার হাজার সমর্থক এদিন মান্ডি হাউস মেট্রো স্টেশনের সামনে অবরোধ করেন। অবরোধ হয় বারখাম্বা রোডেও। দয়ানন্দ রোডেও অবরোধ করা হয়। একের পর এক অবরোধে কার্যত স্তব্ধ হয়ে যায় দিল্লির যানচলাচল। কোনও দিক দিয়েই যাওয়ার উপায় নেই। সব রাস্তাতেই গাড়ির লম্বা লাইন। খোদ কনটপ্লেস পর্যন্ত চারদিক থেকে গাড়ির লাইনে স্তব্ধ হয়ে যায়।

এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকেই অধৈর্য হয়ে ওঠেন। কিন্তু উপায়ও ছিলনা। ফলে কর্মস্থলে পৌঁছতে কালঘাম ছুটে যায় মানুষজনের। অনেকে পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। দিল্লি পুলিশের তরফে ট্যুইটারে রাস্তার হাল হকিকত জানানো হতে থাকে।

Share