National

যোগী রাজ্যে আম্বেদকরের মূর্তিতে ফের হামলা

Published by
News Desk

গত বৃহস্পতিবার থেকে বি আর আম্বেদকরের পুরো নাম সরকারি নথিপত্রে ব্যবহারের নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। তার ওপর দেশের সংবিধান প্রণেতার নামের সঙ্গে ‘রামজি’ জুড়ে দেওয়ার দাবিও জানিয়েছে বিজেপি শাসিত রাজ্য সরকার। সেই বিতর্কের মাঝেই মেরঠ, আজমগড়ের পর ফের যোগীরাজ্যে ২ জায়গায় ভাঙা হল দেশের সংবিধানের রূপকারের মূর্তি। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের কোপে কোথাও কাটা পড়ল আম্বেদকরের মূর্তির মাথা। কোথাও বা গুঁড়িয়ে দেওয়া হল তাঁর মূর্তি। গত শুক্রবার মধ্যরাতে কে বা কারা এলাহাবাদের শান্তিপুরমের একটি পার্কে আম্বেদকরের মূর্তির মাথা ধড় থেকে আলাদা করে দেয়। শনিবার সকালে পার্কের মাটিতে আম্বেদকরের মাথা মাটিতে পড়ে থাকার খবর চাউর হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। দোষীদের শাস্তির দাবিতে ফুলপুরের সমাজবাদী পার্টির সাংসদ নাগেন্দ্র প্যাটেল ধর্নায় বসেন।

এরই মাঝে খবর আসে দেশের দলিত আন্দোলনের পুরোধার মূর্তি ভাঙা হয়েছে সিদ্ধার্থনগর জেলার ডুমরিয়াগঞ্জ থানা এলাকায়। শুক্রবার গভীর রাতে মূর্তি ভাঙার জেরে শনিবার সকালে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁদের দাবি, অবিলম্বে দুষ্কৃতিদের গ্রেফতার করে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। ২টি ঘটনারই তদন্তে নেমেছে পুলিশ।

Share
Published by
News Desk