তাঁদের নগ্ন করে দেহ তল্লাশি করা হয়। এমনকি স্যানিটারি প্যাড পর্যন্ত খুলিয়ে পরীক্ষা করা হয়। এমনই দাবি করে প্রতিবাদে সোচ্চার হলেন বেসরকারি বিমান পরিবহণ সংস্থা স্পাইসজেটের বিমানসেবিকারা। শনিবার সকালে চেন্নাই বিমানবন্দরে স্পাইসজেটের বিমানসেবিকাদের এই প্রতিবাদে থমকে যায় পরিষেবা। সঠিক সময়ে ছাড়তে পারেনি কলোম্বোগামী একটি বিমান। পরে স্পাইসজেট কর্তৃপক্ষ তাঁদের আশ্বস্ত করেন যে গুরুগ্রামে সংস্থার সদর দফতরে বিমানসেবিকাদের বক্তব্য তুলে ধরা হবে। তা নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আশ্বাস পেয়ে এরপর তাঁদের মিলিত প্রতিবাদ তুলে নিয়ে কাজে যোগ দেন বিমানসেবিকারা।
সূত্রের খবর, কোনও বিমান ছাড়ার সময়ে তাঁদের একটি ঘরে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়। সে সময়ে তাঁদের নগ্ন করে পরীক্ষা করেন সুরক্ষা আধিকারিকরা। সুরক্ষা আধিকারিকরা মহিলা হলেও তাঁদের এভাবে নগ্ন হয়ে পরীক্ষায় আপত্তি আছে বলে জানিয়েছেন বিমানসেবিকারা।













