National

ভিস্তারা বিমানে বিমানসেবিকার শ্লীলতাহানি, গ্রেফতার ১

Published by
News Desk

বিমানে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ গত ২৪ মার্চ লখনউ থেকে দিল্লিগামী বিমানে এক বিমানসেবিকার শ্লীলতাহানি করে ৬২ বছরের এক বৃদ্ধ। ভিস্তারা এয়ারলাইন্স এই ঘটনায় কড়া রিপোর্ট পেশ করেছে। দিল্লিতে বিমানটি অবতরণের পরই রাজীব বসন্ত দানি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে ভিস্তারার তরফে জানানো হয়, তারা তাদের কোনও কর্মী বা যাত্রীদের অসুবিধা সৃষ্টি করা কোনও অবাধ্য যাত্রীকে কোনওভাবে বরদাস্ত করবে না। গ্রেফতার ব্যক্তিকে আগামী দিনে আর বিমানে যাত্রার অনুমতি দেওয়া হবে কিনা তাও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share
Published by
News Desk