National

স্ত্রী, পুত্রকে বাজি ধরে জুয়ায় হার, ডিভোর্স চাইলেন ক্ষুব্ধ স্ত্রী

Published by
News Desk

মহাভারতে দ্রৌপদীকে বাজি ধরে পাশা খেলায় হেরে গিয়েছিলেন যুধিষ্ঠির। পাণ্ডবদের সেই হার যুগ যুগ ধরে মানুষকে একটাই পাঠ দিয়েছে। জুয়া খেলা মানুষের জীবনে কী ভয়ংকর পরিণতি ডেকে আনে তা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিল মহাভারতের সেই কাহিনি। কিন্তু তারপরও জুয়া খেলায় আসক্তি কিন্তু আজও কিছু মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। সেই জুয়ার নেশায় স্ত্রী ও দুই সন্তানকেও বাজি ধরতে পিছপা হয়নি উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা মহসিন। জুয়ায় হেরে তাকে খোয়াতে হয় তার স্ত্রী, সন্তানদেরও। যে জেতে সেই ইমরান এরপর মহসিনের স্ত্রীকে বাড়ি থেকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। মহিলার চেঁচামেচিতে গ্রামবাসীরা ছুটে আসেন।

পঞ্চায়েত বিধান দেয় এক সন্তানকে নিয়ে যেতে পরবে ইমরান। সেইমত একটি সন্তানকে নিয়ে চলে যায় সে। কিন্তু এই অপমান মেনে নিতে পারেননি মহসিনের স্ত্রী। সুবিচার চেয়ে আইনের দরজায় কড়া নেড়েছেন তিনি। যে স্বামী তাঁকে ও তাঁর দুই সন্তানকে জুয়ায় বাজি ধরতে পারে সেই স্বামীর সঙ্গে ডিভোর্সও চেয়েছেন তিনি।

Share
Published by
News Desk