National

হাতের নাগালে ধর্ষক, নারী ব্রিগেডের হাতে ব্যাপক মার খেল ৪ অভিযুক্ত

Published by
News Desk

মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দাদের একাংশ সাক্ষী থাকল এক অদ্ভুত ঘটনার। তাঁরা অবাক চোখে দেখলেন, প্রকাশ্যে দিনের আলোয় কয়েকজন যুবককে বেধড়ক পেটাচ্ছেন মহিলারা। যাঁদের মধ্যে কেউ কলেজ পড়ুয়া, কেউ চাকুরীরত, কেউ বা গৃহবধূ। জুতো, লাঠি তো আছেই। এমনকি খালি হাতেই চলছে চড়-থাপ্পড়। সঙ্গে চলছে যুবকদের চুলের মুঠিতে হেঁচকা টানের পালা। মহিলাদের হাতে ৪ যুবকের নিগ্রহের ঘটনা সেইসময় নির্বাক দর্শকের মত দাঁড়িয়ে উপভোগ করছিল পুলিশ। ঘটনাস্থলে বাড়ছিল কৌতূহলী জনতার ভিড়। মেয়েদের হাতে পুরুষের নিগ্রহের ঘটনা ফোনে ভিডিও করে নেন উপস্থিত জনতার কেউ কেউ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভোপালে। নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

ঘটনার তদন্তে নামতেই বেরিয়ে পড়ে হাঁড়ির খবর। জানা যায়, গত শনিবার এক তরুণীকে গণধর্ষণ করে ৪ যুবক। নিগৃহীতা তরুণীর দাবি, শনিবার ফোন করে তাঁকে ভোপালের ১টি রেস্তোরাঁয় ডাকে তাঁর প্রাক্তন প্রেমিক। রেস্তোরাঁয় তরুণীর ফোন কেড়ে নিয়ে তাকে এক বন্ধুর বাড়ি নিয়ে যায় ওই যুবক। সেখানে ৪ যুবক মিলে তাঁকে গণধর্ষণ করে বলে গত রবিবার ওই তরুণী অভিযোগ জানান ভোপাল পুলিশের কাছে। তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। গত রবিবার বিকেলে ওই ৪ যুবককে রাস্তা দিয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের দাবি, সেই খবর চাউর হতেই কয়েকজন মহিলা এসে চড়াও হন অভিযুক্তদের ওপর। মারধর তো ছিলই, তারসঙ্গে অভিযুক্তদের কপালে জোটে কান ধরে কয়েক মিনিটের ওঠবস। সেই দৃশ্য দেখে হাসি চেপে রাখতে পারেননি রাশভারী পুলিশ আধিকারিকরাও। পরে তাঁরা ক্ষিপ্ত মহিলাদের শাস্তির হাত থেকে ৪ যুবককে উদ্ধার করে নিয়ে যান থানায়। জনতার দরবারে বিচার তো হল। এবার আইনের দরবারে অভিযুক্তদের বিচার চেয়ে পথে নেমেছেন রাজ্যের মহিলারাও।

Share
Published by
News Desk