National

নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োয় অটো, মৃত ১০

Published by
News Desk

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি চলছে অটো চালকদের দৌরাত্ম্য। যার মাশুল দিতে হল তেলেঙ্গানার ১০ অটো সওয়ারিকে। নিয়ন্ত্রণ হারিয়ে অটো গভীর কুয়োয় গিয়ে পড়ায় বেঘোরে প্রাণ গেল ৪ মহিলা যাত্রী ও ৬টি শিশুর। গত রবিবার ট্রাফিক পুলিশের নজরদারির কড়াকড়ি সেভাবে ছিল না। অভিযোগ, সেই সুযোগে অটোতে ১৪ জন যাত্রী নিয়ে গন্তব্যের দিকে রওনা দেয় অটোচালক। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিজামাবাদের মেন্ডোরার কাছে নিয়ন্ত্রণ হারায় অটোচালক। যাত্রীবোঝাই অটো উল্টে পড়ে রাস্তার ধারের জলভর্তি গভীর কুয়োয়। স্থানীয় বাসিন্দারা দ্রুততার সঙ্গে উদ্ধারকার্যে নেমে পড়েন। ৪ জনকে জীবিত অবস্থায় কুয়ো থেকে উদ্ধার করেন তাঁরা। স্থানীয় হাসপাতালে জখম যাত্রীদের চিকিৎসা চলছে। পরে পুলিশ এসে মৃতদের দেহ উদ্ধার করে।

মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। পুলিশের প্রাথমিক অনুমান, অধিক সংখ্যক যাত্রী এবং বেলাগাম গতির কারণেই সম্ভবত দুর্ঘটনার কবলে পরে অটোটি। হারায় নিয়ন্ত্রণ।

Share
Published by
News Desk