National

রাজ্যসভায় তাঁদের হারানো হয়েছে, বিজেপির চক্রান্ত, অভিযোগ মায়াবতীর

Published by
News Desk

উত্তরপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে ১০টি আসনের মধ্যে ৮টি আসন আগে থেকেই পাকা ছিল বিজেপির। ১টি পাকা ছিল সমাজবাদী পার্টির। দশম আসন নিয়ে চলছিল টাগ অফ ওয়ার। যেখানে সপাকে পাশে নিয়ে মায়াবতীর বিএসপি প্রার্থীর জয় প্রায় নিশ্চিত ছিল। কিন্তু অনেক নাটকীয় পরিবর্তনের পর অবশেষে ওই আসন ছিনিয়ে নেয় বিজেপি। ক্রস ভোটিং ছাড়াও অভিযোগ ওঠে কয়েকজনকে ভোট দিতেই না দেওয়ার। শনিবার তা নিয়ে মুখ খুললেন বিএসপি নেত্রী মায়াবতী। এদিন একদিকে তিনি সরাসরি অভিযোগ করলেন তাঁর প্রার্থীকে বিজেপি চক্রান্ত করে হারিয়েছে। অন্যদিকে এটাও বুঝিয়ে দিলেন যে আগামী দিনে সপার সঙ্গেই হাত মিলিয়ে বিজেপি বিরোধিতা তিনি চালিয়ে যাবেন।

এদিকে উত্তরপ্রদেশে যেভাবে অখিলেশ যাদব ও মায়াবতী, দুই যুযুধান পক্ষ হয়েও বিজেপিকে উৎখাত করতে একসঙ্গে কাজ করছে তার পাশে থাকার বার্তা এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তাঁদের পাশে থাকার বার্তা পরিস্কার করে দিয়েছেন তিনি।

Share
Published by
News Desk