National

বিয়ের কয়েক ঘণ্টা আগে মেয়েকে কুপিয়ে খুন করল বাবা

Published by
News Desk

ভিন জাতের ছেলেকে বিয়ে করতে চায় মেয়ে। কিন্তু বাবার তাতে প্রবল আপত্তি। যদিও একসময়ে মেয়ের নাছোড় মনোভাবের সামনে নিমরাজি হয়েও বিয়েতে মত দেয় আথিরার বাবা। ২২ বছরের ওই তরুণীর সঙ্গে বিয়ে ঠিক হয় তাঁর পছন্দের পাত্রের। যিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। বিয়ের সব তোড়জোড় সম্পূর্ণ। বিয়ের আর ছিল কয়েক ঘণ্টা বাকি। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধেয় বিয়ের পিঁড়িতে বসতে চলা মেয়ের সঙ্গে ফের প্রবল ঝগড়া শুরু হয় বাবার। বাবা তখন মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। মেয়ের সঙ্গে প্রবল ঝগড়া চলতে চলতে আচমকাই ধারাল অস্ত্র দিয়ে মেয়েকে নৃশংসভাবে কোপাতে শুরু করে বাবা। বিয়ের আনন্দ মুছে তখন বাড়ি জুড়ে আতঙ্কের আর্তনাদ।

রক্তাক্ত অবস্থায় আথিরাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Share
Published by
News Desk