Categories: National

পাঠানকোট তদন্তে ভারতে এল পাক দল

Published by
News Desk

পাঠানকোট হামলার তদন্তে ভারতে পা রাখল পাক তদন্তকারী দল। রবিবার বেলা ১১টা নাগাদ তদন্তকারী দলটি দিল্লি পৌঁছয়। পাঁচ সদস্যের দলে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্যও রয়েছেন। এদিন এনআইএ তদন্তের এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য তাদের বুঝিয়ে বলবে। সোমবার সকালে পাঠানকোটে যাবে দলটি। ঘুরে দেখবে এলাকা। প্রয়োজনে আশপাশের মানুষের সঙ্গে কথাও বলতে পারে তারা। তবে তাদের ভারতীয় সোনার কারও সঙ্গে কথা বলতে দেওয়া হবে না বলেই সূত্রের খবর।  সঠিক তদন্তের পাশাপাশি ভারতের তরফে চাওয়া সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-এ-মহম্মদ সংক্রান্ত কিছু তথ্য পাকিস্তান ভারতের হাতে তুলে দেবে বলেই আশাবাদী ভারত সরকার।

Share
Published by
News Desk