ফাইল : সুদীপ্ত সেন, ছবি - আইএএনএস
চলচ্চিত্রে জাতীয় পুরস্কারের তালিকা প্রকাশ করল কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জুরিদের কাছ থেকে চূড়ান্ত তালিকা পাওয়ার পরই সেই তালিকা প্রকাশ করে। যে তালিকায় সেরা হিন্দি সিনেমা নির্বাচিত হয়েছে ‘কাঁঠাল – এ জ্যাকফ্রুট মিস্ট্রি’।
‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে চলেছেন রানি মুখোপাধ্যায়। হতে পারে তিনি বলিউড অভিনেত্রী। মুম্বইয়ের বাসিন্দা। কিন্তু বলিউডে বাঙালি পরিবারের দাপট বজায় রেখে মুখোপাধ্যায় পরিবারের একজন হিসাবে রানির এই পুরস্কার জেতা বাঙালিদের গর্বিত করেছে।
এদিকে ৩৫ বছর বলিউডে কার্যত রাজত্ব করার পরও জাতীয় পুরস্কার পাননি শাহরুখ খান। অবশেষে ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেতে চলেছেন তিনি।
শাহরুখের অসম্পূর্ণ বৃত্ত যেন এই পুরস্কারে সম্পূর্ণ হল। শাহরুখের সঙ্গেই ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন বিক্রান্ত ম্যাসি। সেরা শব্দ পরিকল্পনার জন্য নির্বাচিত হয়েছে ‘অ্যানিম্যাল’।
বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পাচ্ছেন এবারের সেরা পরিচালকের পুরস্কার। বিতর্কিত সিনেমা ‘দ্যা কেরালা স্টোরি’-র পরিচালক সুদীপ্তর এবার জাতীয় পুরস্কার জেতা অবশ্যই বাংলার জন্য গর্বের। দ্যা কেরালা স্টোরি এবার আরও একটি পুরস্কার জিতে নিয়েছে।
সেরা সিনেমাটোগ্রাফির জন্য জাতীয় পুরস্কার পাচ্ছেন প্রশান্থানু মহাপাত্র। এছাড়া ‘ডিপ ফ্রিজ’ সিনেমাটি সেরা বাংলা সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেতে চলেছে। অর্জুন দত্ত পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা