ফাইল : শাহরুখ খান, ছবি - আইএএনএস
বলিউডে তাঁর যাত্রা শুরু হয়েছিল দিওয়ানা সিনেমা দিয়ে। তারপর তিনি এগিয়ে গেছেন। আর এগোতেই থেকেছেন। পিছনে ফেলেছেন অন্যদের। তিনি শাহরুখ খান। যিনি বলিউডকে সুপারহিট সিনেমা দিয়ে ভরিয়ে দিয়েছেন। তাঁকে বলিউডের কিং অফ রোমান্স বলে চিহ্নিত করা হয়।
রাজার মতই তিনি শাসন করেছেন বলিউডকে। তাই তিনি কিং খান। এত সুপারহিট সিনেমা, এত জনপ্রিয়তা সত্ত্বেও তাঁর ঝুলিতে ছিলনা একটাও জাতীয় পুরস্কার। যা হয়তো যে কোনও ভারতীয় অভিনেতার জীবনের স্বপ্ন।
৩৫ বছর বলিউডে কাটিয়ে ফেলার পর অবশেষে সেই বিরল সম্মান পেতে চলেছেন শাহরুখ খান। তাঁর সঙ্গে আরও এক অভিনেতা পাচ্ছেন এবার জাতীয় পুরস্কার। যিনি অবশ্য অনেকটাই সমসাময়িক।
শাহরুখ খান জাতীয় পুরস্কার পেতে চলেছেন তাঁর জওয়ান সিনেমায় অভিনয়ের জন্য। তাঁর সঙ্গে জাতীয় পুরস্কার পাচ্ছেন বিক্রান্ত ম্যাসি। টুয়েলভথ ফেল সিনেমার জন্য বিক্রান্ত পাচ্ছেন জাতীয় পুরস্কার। একথা তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
শাহরুখ যেখানে তাঁর অ্যাকশন ধর্মী সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেতে চলেছেন, সেখানে বিক্রান্ত পাচ্ছেন বাস্তবধর্মী সমান্তরাল সিনেমায় তাঁর অভিনয়ের জন্য। ২ প্রজন্মের এই ২ শিল্পীর একটি বিষয়ে অবশ্য মিল রয়েছে।
শাহরুখ খান যেমন প্রথমে থিয়েটার তারপর টেলিভিশন এবং সেখান থেকে সিনেমা জগতে পা রেখেছেন, বিক্রান্তও তেমনই টেলিভিশন থেকে তারপর সিনেমার জগতে নিজের জায়গা করে নিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা