Entertainment

অনুপম খের-কে জোকার বললেন নাসিরুদ্দিন শাহ, পাল্টা দিলেন অনুপমও

Published by
News Desk

২ জনেই বলিউডের বিখ্যাত মুখ। এঁদের অভিনয় প্রতিভা নিয়েও বারবার চর্চা হয়েছে। অসামান্য অভিনেতা হিসাবে ২ জনেরই সুনাম রয়েছে। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ২ জনকে ২ মেরুতে দাঁড় করিয়ে দিল। অনুপম খের যে গেরুয়া শিবিরের কাছের লোক তা এরমধ্যেই সকলের জানা। অন্যদিকে নাসিরুদ্দিন শাহ আগেই মোদী সরকারের সমালোচনা করেছেন। এবার তিনি দাঁড়ালেন দীপিকা পাড়ুকোনের পাশে। দীপিকার জেএনইউ-তে গিয়ে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোকে বাহবা জানিয়েছেন নাসির। সেই বিষয়কে টেনে অনুপম খেরকে আক্রমণ করেন তিনি।

অনুপম খের সিএএ বিরোধী আন্দোলনের বিরুদ্ধেই বারবার মুখ খুলেছেন। সেই প্রসঙ্গ টেনে একটি সংবাদমাধ্যমকে নাসিরুদ্দিন জানান, বিজেপির পক্ষ নিয়ে খুব বেশি সোচ্চার অনুপম খের আসলে একজন জোকার। অনুপমকে একজন সাইকোপ্যাথিক প্রকৃতির মানুষ বলেও দাবি করেন নাসিরুদ্দিন। এনএফডি ও এফটিআইআই-য়ের সকলে তা জানেন বলেও দাবি করেন তিনি।

ফাইল : অনুপম খের, ছবি – আইএএনএস

এটা নজরে আসার পর অনুপমও চুপ করে থাকেননি। অনুপম খের পাল্টা বলেন, তিনি কখনও নাসির সম্বন্ধে খারাপ কথা বলেননি। কিন্তু এবার বলবেন। নাসিরকে হতাশাপূর্ণ ব্যক্তি বলে চিহ্নিত করেন তিনি। অনুপম লেখেন, দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রাজেশ খান্না, বিরাট কোহলি-দের বিরুদ্ধে নাসিরুদ্দিন মুখ খুলেছেন। তো তিনিও ওই দলেই পড়েন। নাসিরকে খোঁচা দিয়ে অনুপম আরও লেখেন, যদি কেউ তাঁর বিরুদ্ধে মুখ খুলে ২-৩ দিনের জন্য কিছুটা জনপ্রিয়তা পান তাহলে তাঁকে স্বাগত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts