SciTech

বৃহস্পতির কক্ষে পা দিল ‘জুনো’

Published by
News Desk

৫৪০০ লক্ষ মাইল দূর থেকে ভেসে এল সংকেত। বিজ্ঞানীরা উল্লসিত। বিস্ফারিত চোখে তাঁরা চেয়ে দেখলেন জুনো পৌঁছে গেছে তার নির্দিষ্ট স্থানে। সৌরমণ্ডলের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতির কক্ষপথে ঘুরতেও শুরু করেছে সে। সেই সংকেতই এদিন নাসার গর্ভগৃহে এসে পৌঁছয়।

এক আধ দিন নয়, পাঁচ বছর আগে বৃহস্পতির উদ্দেশে পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল নাসার তৈরি স্পেসক্রাফট জুনো। তারপর কয়েক লক্ষ মাইল পথ অঙ্কের হিসাব মেনে পাড়ি দিয়েছে সে। এই যাত্রা পথে সামান্য ত্রুটি গোটা মিশনকে বিফল করে দিতে পারত। কিন্তু সে অবকাশ দেননি বিজ্ঞানীরা। অবশেষে বৃহস্পতির কক্ষপথে ঘড়ির কাঁটা মিলিয়ে ঢুকে পড়ে জুনো। পাঠিয়ে দেয় তার নিরাপদে পৌঁছনোর সংকেত।

আগামী ১০ মাস বৃহস্পতির কক্ষে ঘুরবে জুনো। সংগ্রহ করবে বহু তথ্য। যা আগামী দিনে বৃহস্পতিকে জানতে ও সৌরমণ্ডলের অনেক অজানা সত্যকে সামনে আনতে বিজ্ঞানীদের সাহায্য করবে।

Share
Published by
News Desk
Tags: NASA