SciTech

মঙ্গলগ্রহের গর্তে জলের খোঁজ পেল নাসা

মঙ্গলে ফের এক অভাবনীয় খোঁজ পেল নাসার যান পারসিভিয়ারেন্স। যা হয়তো মঙ্গলগ্রহে জলের অস্তিত্বের এক নতুন হদিশ হতে পারে।

Published by
News Desk

নাসা-র পারসিভিয়ারেন্স মার্স রোভার লাল গ্রহে ঘুরে বেড়াচ্ছে আর নানা স্থানের ফটো তুলে পাঠাচ্ছে। যে ফটো পরীক্ষা করে নাসার গবেষকেরা নতুন নতুন চমকপ্রদ তথ্য জানতে পারছেন। যা তাঁদের মঙ্গল সম্বন্ধে নতুন করে ভাবাচ্ছে।

নাসার যান পারসিভিয়ারেন্স মার্স রোভার মঙ্গলের জেজেরো ক্রেটারে ঘুরে বেড়াচ্ছে। সেখানে ঘুরতে ঘুরতে পারসিভিয়ারেন্স জেজেরোর অতি বিশাল গর্তের মধ্যে আর এক গর্তের খোঁজ পেয়েছে। তার অনেক ছবিও পাঠিয়েছে। এই নতুন ক্রেটারটির বিজ্ঞানীরা নাম দিয়েছেন বেলভা ক্রেটার।

বেলভা ক্রেটারের যে ছবি সামনে এসেছে তা থেকে নাসা জানাচ্ছে ক্রেটারটি ০.৯ কিলোমিটার বিস্তৃত। এর নিচে নেমে যাওয়া মাটিতে যেটা সবচেয়ে বেশি নজর কাড়ছে বিজ্ঞানীদের তা হল একটি পাললিক স্তর আর তার ওপর পড়ে থাকা বড় বড় পাথরের খণ্ড।

বিজ্ঞানীদের অনুমান কোনও এক সময় এখান দিয়ে নদী বয়ে যেত। সেই জলের তোড়েই এই বড় বড় পাথর এভাবে নিচে পড়ে আছে।

কারণ সেটা তখন ছিল নদীর তলদেশ। যদিও ওই পাথর খণ্ড উল্কার ধাক্কায় যে তৈরি হয়নি তাও এখনই হলফ করে বলতে পারছেন না বিজ্ঞানীরা।

তবে এই বেলভা ক্রেটারের খোঁজ বিজ্ঞানীদের লাল গ্রহে জল থাকা নিয়ে আরও অনেক নতুন তথ্য হাতে এনে দিল। প্রসঙ্গত কিছুদিন আগে এই মঙ্গলগ্রহে এক খরস্রোতা নদীরও খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: NASA