SciTech

নিজেকে পরীক্ষা করতে এবার মহাবিশ্বে অন্য কিছুর দেখা পেয়ে গেল হাবল

নিজের ক্ষমতা পরীক্ষা করে দেখছিল হাবল টেলিস্কোপ। আর তা করতে গিয়ে মহাবিশ্বে এমন এক নতুন খোঁজ সে পেল যা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে।

Published by
News Desk

নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির হাবল স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের অজানাকে সামনে এনে দিচ্ছে। এই অতীব শক্তিধর টেলিস্কোপ বহু বহু দূরের নক্ষত্রপুঞ্জের ছবি তুলে তার আবহাওয়াও বুঝে নিতে পারছে কিনা তার একটা পরীক্ষা করছিলেন বিজ্ঞানীরা। আর তা করতে গিয়েই এক নতুন দৃশ্যের দেখা পেলেন তাঁরা।

পৃথিবী থেকে ৯০০ কোটি আলোকবর্ষ দূরের এক নক্ষত্রপুঞ্জের ছবি তুলে ফেলেছে হাবল। সেই ছবি বেশ স্পষ্টও। ফলে তার ক্ষমতার দৌড় পরিস্কার।

সেই দৃশ্য দেখে চমকিত বিজ্ঞানীরাও। কারণ এটি এমন এক অতিকায় নক্ষত্রপুঞ্জ যা বড় একটা এর আগে দেখা যায়নি। এতটাই সুবিশাল সেই ঝলমলে নক্ষত্রপুঞ্জ।

হাবল কতটা শক্তি ধরে তারও একটি পরীক্ষা এরসঙ্গে করে ফেললেন বিজ্ঞানীরা। হাবলের দেওয়া ছবি পরিস্কার হওয়ায় ওই নক্ষত্রপুঞ্জের আবহাওয়াও জানতে পারছেন বিজ্ঞানীরা।

সাধারণ টেলিস্কোপ এতটা দূরের নক্ষত্রপুঞ্জের ছবি যদি তুলতেও পারে তাহলে তা কিছুটা ঝাপসা হবে। ফলে তা দেখে সেখানকার আবহাওয়া নির্ণয় সহজ হবেনা।

হাবলের ক্ষেত্রে সেই স্তরের উন্নত ছবি বিজ্ঞানীরা পাচ্ছেন যা দিয়ে সহজেই ৯০০ কোটি আলোকবর্ষ দূরের একটি নক্ষত্রপুঞ্জের আবহাওয়াও কিছুটা আন্দাজ করতে পারছেন তাঁরা।

হাবল এমন এক টেলিস্কোপ যা ছবি পাঠানো শুরুর পর থেকে মহাকাশ বিজ্ঞানের মোড় ঘুরে গেছে। মূলত বহু বহু দূরের অজানা মহাবিশ্বকে পৃথিবীর কাছে এনে দিচ্ছে এই শক্তিশালী টেলিস্কোপ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: NASA