SciTech

মঙ্গলগ্রহে ইতিহাস গড়ল নাসা

মঙ্গলগ্রহে করার কথা ছিল ৫, সেটাই ছিল চ্যালেঞ্জ। কিন্তু বাস্তবে ঘটল এক অভাবনীয় রেকর্ড। লাল মাটির গ্রহে হাফ সেঞ্চুরি করল ইনজেনুইটি।

Published by
News Desk

লাল গ্রহে রেকর্ড গড়ে ফেলল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার পাঠানো ইনজেনুইটি সেখানে হাফ সেঞ্চুরি করে ফেলেছে। তবে এখানেই শেষ নয়। সে যে কত করে থামবে সেটা এখনও পরিস্কার নয়। যদিও তাকে মাত্র ৫ লক্ষ্যমাত্রা দিয়ে লাল গ্রহে পাঠিয়েছিলেন বিজ্ঞানীরা। কিন্তু তাঁরাও আশা করেননি যে ওসব তুচ্ছ রেকর্ড নস্যাৎ করে সে হাফ সেঞ্চুরি করে ফেলবে।

২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি লাল গ্রহের জেজেরো ক্রেটারে অবতরণ করে নাসার রোভার পারসিভিয়ারেন্স। সেই পারসিভিয়ারেন্সের সঙ্গেই সেখানে পৌঁছয় একটি হেলিকপ্টার। নাম ইনজেনুইটি।

পারসিভিয়ারেন্স যখন মঙ্গলের মাটিতে ঘুরে তথ্য সংগ্রহ করে চলেছে, তখন মঙ্গলের আকাশে উড়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করে ইনজেনুইটি। মঙ্গলের বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা। তারমধ্যেই কিন্তু অল্প সময়ের জন্য করে উড়ে তথ্য সংগ্রহ করতে থাকে ইনজেনুইটি।

এমন করে সে এবার ৫০ তম উড়ান সম্পূর্ণ করে ফেলল। কিন্তু নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন তাঁদের লক্ষ্য ছিল ইনজেনুইটি নামে ওই হেলিকপ্টারকে ৫ বার পর্যন্ত মঙ্গলের আকাশে ওড়ানোর। কিন্তু পরে যখন মঙ্গলে পৌঁছে সে অবলীলায় উড়তে থাকে, তখন বিজ্ঞানীরাও তাকে বারবার আকাশে ওড়ানোর সাহস দেখান।

ইনজেনুইটির কিন্তু সর্বোচ্চ ৫ বার উড়ে নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল মঙ্গলে। কিন্তু এখন সে পৃথিবীর মাসের হিসাবে ২৩ মাস সম্পূর্ণ করে ফেলেছে। অন্যদিকে ৫ বারে শেষ হয়ে যাওয়ার জায়গায় আরও অতিরিক্ত ৪৫ বার ইনজেনুইটি উড়ে নিয়েছে মঙ্গলের আকাশে। ৫০ তম উড়ানে ইনজেনুইটি ১৪৫ সেকেন্ড আকাশে ছিল। অতিক্রম করেছে ৩২২ মিটার পথ। সেইসঙ্গে ৫০ তম উড়ানে সে আরও উঁচুতে উড়েছে। সেটাও রেকর্ড।

ইনজেনুইটি মঙ্গলের মাটি থেকে ৫২ ফুট উঁচু দিয়ে উড়ে তার ৪৯ তম উড়ানে রেকর্ড গড়েছিল। ৫০ তম উড়ানে তার চেয়েও উঁচুতে উড়ে সেই রেকর্ড ভেঙে দিল সে। এবার সে উড়ল ৫৯ ফুট উঁচু দিয়ে। এটা যে ইনজেনুইটি মঙ্গলের আকাশে করতে পারবে তাও ভাবেননি নাসার বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: NASA