হাড় কাঁপানো ঠান্ডা পিছিয়ে দিল মানুষ নিয়ে চাঁদে যাওয়া, ভিজে পোশাক মহড়ার দিন বদল
ওয়েট ড্রেস রিহার্সাল বা ভিজে পোশাক মহড়া পিছিয়ে গেল। ফলে চাঁদে উড়ে যাওয়ার দিনেও বদল হল। আর্টেমিস ২-এর চাঁদে যাওয়ার নতুন দিন ধার্য।
৪ জন মহাকাশচারীকে নিয়ে চাঁদে পাড়ি দেওয়া পিছিয়ে গেল। নাসার ওরিয়ন মহাকাশযানে চেপে আর্টেমিস ২ মিশনে চাঁদের দিকে উড়ে যাওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। কিন্তু সেদিন পাড়ি দিতে পারছে না আর্টেমিস ২।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে পাড়ি দেওয়ার কথা থাকলেও ফ্লোরিডায় এখন এমন ঠান্ডা যে এই যাত্রা পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন বিজ্ঞানীরা। প্রতিকূল আবহাওয়া, ঝোড়ো হাওয়ার দাপটের কারণে এই মিশন ৬ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ৮ ফেব্রুয়ারি করা হয়েছে।
সেটাও পিছিয়ে যেতে পারে। তবে এখন যা আবহাওয়ার পরিস্থিতি, ৮ ফেব্রুয়ারির আগে এই যান চাঁদের দিকে উড়ে যাবেনা। ওয়েট ড্রেস রিহার্সাল বা ভিজে পোশাক মহড়া পিছিয়ে যাওয়া মানেই পাড়ি দেওয়ার দিন পিছিয়ে যাওয়া।
ওয়েট ড্রেস রিহার্সাল বা ভিজে পোশাক মহড়া শুনে মনে হতেই পারে তাহলে কি মহাকাশচারীদের পোশাক ভিজিয়ে দিয়ে কোনও পরীক্ষা করা হয়? বিষয়টা কিন্তু মোটেও তা নয়। এর সঙ্গে মানুষ বা তার পোশাকের কোনও সম্পর্ক নেই।
এটা একটা শব্দ মাত্র। যার মানে হল, যে মহাকাশযানটি উড়ে যাবে তাতে জ্বালানি ভরা। এই মিশনে ২ ফেব্রুয়ারি জ্বালানি ভরা হবে বলে স্থির হয়েছে। তাই মনে করা হচ্ছে ৮ ফেব্রুয়ারি উড়ে যেতে পারে বহু প্রতীক্ষিত আর্টেমিস ২ মিশন।
চাঁদে ৪ মহাকাশচারী উড়ে যাবেন ঠিকই, তবে তাঁরা এ যাত্রায় চাঁদের মাটিতে অবতরণ করছেননা। বরং চাঁদের চারধারে কাছ থেকে প্রদক্ষিণ করে তথ্য সংগ্রহ করবেন।
১০ দিনের এই মিশনে তাঁরা চাঁদের যে দিকটা দেখা যায়না সেদিকটাও পরীক্ষা করে দেখবেন। তবে চাঁদের মাটিতে না নেমে কিছুটা দূর থেকে প্রদক্ষিণ করতে করতেই কাজ সারবেন ৪ মহাকাশচারী। এখন প্রশ্ন হল ৮ ফেব্রুয়ারিই কি উড়ে যেতে পারছেন তাঁরা? গোটা বিশ্বই তাকিয়ে সেদিকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













