SciTech

কেউ চাঁদে যায়নি বলে তোলপাড় ফেলা বিখ্যাত তারকার বক্তব্য নস্যাৎ করে দিল নাসা

চাঁদে কেউ যায়নি। পুরোটাই ভুয়ো। এমনই দাবি করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন বিশ্বখ্যাত তারকা। তবে তাঁর বক্তব্য নস্যাৎ করে নাসা জানাল তারা চাঁদে গেছে।

তাঁরা এর আগে ৬ বার চাঁদে পৌঁছেছেন। তাঁরা চাঁদে গেছেন। বিশ্বখ্যাত টিভি তারকা কিম কার্দাশিয়ানের বক্তব্যকে নস্যাৎ করে স্পষ্ট জানিয়ে দিলেন নাসার অ্যাডমিনিস্ট্রেটর সিন ডাফি। সোশ্যাল মিডিয়ায় একথা স্পষ্ট করেছেন ডাফি।

এর আগে একটি সাক্ষাৎকারে কিম দাবি করেন, চাঁদে যাওয়াটা যথেষ্ট ভীতিপ্রদ বটে, তবে সেটা সেখানে আদৌ গেলে। কিন্তু সেখানে কেউ যাননি। ১৯৬৯ সালে চাঁদে মানুষের প্রথম পা রাখার ঘটনাকে কার্যত ভুয়ো বলে দাবি করেন কিম।

প্রসঙ্গত এর আগেও চাঁদের মাটিতে ১৯৬৯ সালে মানুষের পা রাখা, আমেরিকার ৩ নভশ্চরের চাঁদের কাছে পৌঁছনো এবং তাঁদের ২ জনের চাঁদের মাটিতে পা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

একাধিকবার নানা প্রশ্নের মুখে পড়েছে এই অভিযান। এমন কিছু ঘটেনি বলেও দাবি উঠেছে। তবে নাসা এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে এসবই ষড়যন্ত্রমূলক প্রচার। তারা চাঁদে গিয়েছিল। ৬ বার সেখানে যাওয়া হয়েছিল।

চাঁদে মানুষ পাঠানোর জন্য আর্টেমিস মিশন নিয়ে এখন যথেষ্ট ব্যস্ততা নাসায়। চাঁদে মানুষ পৌঁছনোর আগে সেখানে যন্ত্রপাতি পৌঁছে দেওয়ার কাজ চলছে।

মানুষ যাতে সেখানে পৌঁছে বড় সময় কাটাতে পারে, দূরদূরান্তে পৌঁছে যেতে পারে, সেসব ব্যবস্থা পাকা করেই সেখানে মানুষ পাঠাতে চলেছে নাসা। সেই উদ্যোগকে সামনে রেখে আর্টেমিস মিশনের উৎক্ষেপণে উপস্থিত থাকার জন্য কিম কার্দাশিয়ানকে আমন্ত্রণও জানিয়েছেন সিন ডাফি।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *