SciTech

মুখ বদলে ভৌতিক উৎসবে যোগ দিল সূর্য, ভূতুড়ে সূর্যের সেই ভয় দেখানো এবার প্রকাশ্যে

ভূতচতুর্দশী পার হয়েছে কয়েকদিন হল। এবার বাৎসরিক বিদেশি ভৌতিক দিবসের পালা। তারই অংশ হয়ে মুখ বদলে নিজেকে ভয়াবহ করে তুলল সূর্য।

বিশ্বজুড়ে ভৌতিক উৎসবের হইচই। প্রতিবছরের মত এবারও হ্যালোউইন নিয়ে মাতোয়ারা বহু মানুষ। বাড়ি সেজেছে ভূতুড়ে সাজের কুমড়ো থেকে গা ছমছমে আলোয়।

পাশ্চাত্যের এই বাৎসরিক ভৌতিক উৎসবের মুখে সূর্যও যেন শামিল হল হ্যালোউইনের মশকরায়। সূর্যের এমন এক বিশেষ ধরনের ছবি ধরা পড়েছে যা দেখে জ্যোতির্বিজ্ঞানী এবং মহাকাশ বিজ্ঞানীরা হতবাক হয়ে গেছেন।

এই হ্যালোউইনের সময় নাসার কাছ থেকে সূর্যের একটি অসাধারণ ছবি উপহার পেয়েছেন সাধারণ মানুষ। যা ইতিমধ্যেই চারপাশে আলোড়নের সৃষ্টি করেছে। গত ২৮ অক্টোবর নাসার তরফে তোলা সূর্যের ছবিটিতে একটি জ্যোতির্বলয় দেখা যাচ্ছে।

জ্যোতির্বলয়টির মধ্যে রয়েছে ঘন কালো গর্ত এবং তার চারপাশে তৈরি হয়েছে উজ্জ্বল আলোর বলয়। একে দেখতে অনেকটা হ্যালোউইনের সেই কুমড়োগুলোর মতো লাগছে যেগুলিতে চোখ, মুখ খোদাই করা থাকে।

হঠাৎ দেখলে মনে হয় তারা যেন ভয়ংকর হাসি নিয়ে চেয়ে রয়েছে। নাসার বিশেষ প্রযুক্তির সাহায্যে সূর্যের মধ্যে চোখ, মুখ, নাক অবধি দেখা গেছে। যা দেখতে কিছুটা ভূতুড়ে সন্দেহ নেই। তা দেখেই সূর্যকেও এই ভূতুড়ে উৎসবের অংশ বলে মনে হচ্ছে।

নাসার বিজ্ঞানীরা বিরাট জ্যোতির্বলয়টিকে মুখ হিসাবে কল্পনা করেছেন। তার ভিতরের উজ্জ্বল জায়গাগুলিকে চোখ এবং নাক হিসাবে দেখিয়েছেন। জ্যোতির্বলয়টিতে চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হওয়ায় সৌরঝড়ে উৎপন্ন কণাগুলি মুক্তভাবে মহাকাশে বিচরণ করতে পারছে। তৈরি হচ্ছে মেরুজ্যোতির সম্ভাবনা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *