SciTech

মঙ্গলগ্রহে কচ্ছপ, এ আবার কি দেখল নাসার যান

লাল গ্রহে কত কিছুই তো নজর কেড়ে নিচ্ছে। যেমন এবার নাসার যান পারসিভিয়ারেন্স নজর কেড়ে নিল মঙ্গলে কচ্ছপ দেখিয়ে।

কচ্ছপের যেমন একটি খোল থাকে। তার মধ্যে থেকে কচ্ছপ মাথা বার করে। মাথাটা তখন দেখা যায়। গলা পর্যন্ত বার করে আনে। সামনের পা ২টিও স্পষ্ট হয়। কচ্ছপ এভাবে দেখে অনেকেই অভ্যস্ত।

স্বচক্ষে না হোক ছবিতেও এভাবে অনেক কচ্ছপ মানুষ দেখেছেন। তবে তা পৃথিবীতে। অন্য গ্রহে নয়। এবার একটি কচ্ছপ তার খোলের মধ্যে থেকে মাথা বার করে আছে। তার চোখ মুখ স্পষ্ট। তার সামনের পা দুটিও স্পষ্ট। এমনই এক প্রস্তরখণ্ডের দেখা পেল নাসার যান পারসিভিয়ারেন্স।

পারসিভিয়ারেন্স এখন জেজেরো ক্রেটারের গর্ত থেকে উপরে উঠে এসে ওই বিশাল গর্তের উপরে চারিধারে ঘুরছে। সেখানেই ঘুরতে ঘুরতে গত ৩১ অগাস্ট তার শার্লক ওয়াটসন ক্যামেরায় একটি ছবি তোলে।

একটি পাথুরে অংশের ছবি। যেখানে পাথরের নানা খাঁজের ফাঁকে এভাবেই ধরা দিয়েছে কচ্ছপরূপী পাথর। যা দেখে বিজ্ঞানীরা বেশ চমকিতই হয়েছেন। তবে এমন সব পৃথিবীতে দেখতে পাওয়া প্রাণি বা জিনিসের পাথুরে অবয়ব মঙ্গলে এর আগেও নজর কেড়েছে।

যে তালিকায় রয়েছে মাকড়সার জাল, মানুষের আঙুলের ছাপ, ব্লুবেরি এবং এমন অনেক কিছু। এসব চেহারা বহুকাল ধরে পাথর খয়ে গিয়ে বা অন্য নানা কারণে তৈরি হয়। এগুলি নিজে থেকেই তৈরি হয়েছে সেখানে। যা দেখে তার সঙ্গে তাদের চেনা কোনও কিছুর মিল খোঁজার চেষ্টা করে পৃথিবীর মানুষ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *