SciTech

মঙ্গলগ্রহের পেটের কথা জেনে ফেললেন বিজ্ঞানীরা

লাল গ্রহের জন্মরহস্য জানার রাস্তা খুলে গেছে বিজ্ঞানীদের কাছে। তাঁরা এবার মঙ্গলগ্রহের পেটের কথা জেনে ফেলেছেন। সৌজন্যে ভূমিকম্প।

Published by
News Desk

লাল গ্রহ সম্বন্ধে তথ্য সংগ্রহ করায় এতটুকু খামতি রাখছেন না বিজ্ঞানীরা। ফলে এখন মঙ্গলগ্রহ সম্বন্ধে অনেক কিছুই জানতে পেরেছেন তাঁরা। মঙ্গলগ্রহের মাটির ওপরের অংশ সম্বন্ধে খবর দিচ্ছে নাসার একাধিক রোভার যান। যা মঙ্গলের মাটিতে ঘুরে তথ্য সংগ্রহ করছে।

এছাড়া লাল গ্রহের মাটিতে না নেমে গ্রহকে কাছ থেকে প্রদক্ষিণ করে তথ্য সংগ্রহ করার কাজও চলছে। মঙ্গলগ্রহে অবতরণ করা নাসার প্রথম যান ছিল ইনসাইট ল্যান্ডার। যা মঙ্গলের মাটিতে অবতরণ করে। তথ্য সংগ্রহ করে।

এখন সে অবসর গ্রহণ করলেও তার দেওয়া তথ্য বিজ্ঞানীদের নতুন অনেক খবর দিচ্ছে। যেমন ওই যান মঙ্গলের ভূমিকম্পে মাটির তলা থেকে উঠে আসা মাটির খবর নিয়েছে।

যা এখন বিজ্ঞানীদের জানান দিচ্ছে মঙ্গলের মাটির তলার হালহকিকত সম্বন্ধে। যা হয়তো মঙ্গলগ্রহের ৪০০ কোটি বছর আগের জন্মরহস্যের ইতিহাসের খবর দিতে পারবে।

পৃথিবীতে যেমন টেকটনিক প্লেটের নড়াচড়া বহু বহু বছর ধরে চলছে। যার ফলে তলার মাটি উপরে ও উপরের মাটি নিচে, এমন একটা ঘটনা ঘটতেই থাকে। যা পৃথিবীর আদি রহস্যের কথা মাটি দেখে জানার উপায় রাখেনি।

কিন্তু মঙ্গলে তা হয়না। লাল গ্রহে টেকটনিক প্লেটের নড়াচড়া হয়না। ফলে ৪০০ কোটি বছর আগেও মঙ্গলের মাটির তলা যেমন ছিল, এখনও তেমনই রয়েছে। যার নমুনা মঙ্গলের জন্মরহস্যের অনেক কথা পরিস্কার করে দিতে পারে।

মঙ্গলের মাটির নিচের সেই মাটি সম্বন্ধেই এবার জানা শুরু করলেন বিজ্ঞানীরা। যার সূত্র ধরিয়ে দিল মঙ্গলে ভূমিকম্পের হাত ধরে পাওয়া ইনসাইট ল্যান্ডারের তথ্য।

Share
Published by
News Desk
Tags: NASA